ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে নগরীর জেলখানা মোড় থেকে সবুজ আকনের নেতৃত্বে এক ঝটিকা মিছিল বেড় করে মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এসে শেষ করে।
পরে দলীয় কার্যলয়ে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি সবুজ আকন,সহ-সভাপতি গোলাম মোর্সেদ,যুগ্ম সম্পাদক শাহআলম ফুয়াদ,ফুয়াদ দেওয়ান.মোঃ গফুর সরদার,খোকন,সোহাগ। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের বিভিন্ন সদস্যরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।