সাপাহারে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

প্রকাশিত : ৪ অক্টোবর ২০২২
smart

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে “সময়ের অঙ্গীকার,কন্যাশিশুর অধিকার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় জাতীয় কন্যা শিশু দিবস/২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

এ সময় সেখানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাওছার মানিক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,মৎস্য অফিসার রোজিনা পারভিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আমিনা খাতুন প্রমূখ।

এ ছাড়াও সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার সহ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ৬ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের ১৮০ জন ছাত্র/ ছাত্রীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করেছে।

আপনার মতামত লিখুন :