মাদারীপুর জেলা প্রশাসকের পূজামন্ডপ পরিদর্শন
প্রকাশিত : ৪ অক্টোবর ২০২২
ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর: মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন মাদারীপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার রাতে এ পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। জানাগেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়।
মানুষ উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপুজায় অংশ নিয়েছেন।জেলার মন্দিরগুলোতে দুর্গা উৎসব চলছে। সোমবার রাতে কালকিনি উপজেলার এনায়েতনগড় বাশগাড়ী সর্বজনীন দূর্গাপুজা মন্ডপ, ফাসিয়াতলা পুজামন্ডপসহ বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক। আগত পূজারীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, সহকারী কমিশনার (ভুমি) কায়েসুর রহমান, থানা অফিসার ইনর্চাজ (ওসি) শামিম হাসান, উপজেলা হিন্দু,বৈদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি হরিপদ দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সন্তোষ কুমার, শ্যামল বাড়ৈ প্রমুখ।