ফারিহা তৃষ্ণার অভিষেক হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ
প্রকাশিত : ৬ অক্টোবর ২০২২
অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। এটা এবারের নারী এশিয়া কাপে প্রথম হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকেই মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি।
চার ওভার বল করে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তৃষ্ণা। প্রথমে ব্যাট করেতে নেমে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতির জোড়া হাফসেঞ্চুরি করেন। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০ রানে ১০ ইউকেট হারায় মালয়েশিয়া।