কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন
প্রকাশিত : ৬ অক্টোবর ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে শুশক প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। বৃহস্পতিবার সকাল নয়টায় জোয়ারের সময় গঙ্গামতি সৈকতে মৃত এ ডলফিনটি ভেসে আসে। মুখে জাল প্যাচানো ও পেট ফাটা রয়েছে।
জালে মুখ আটকানোর কারনেই এটির মৃত্যু হতে পারে বলে আনেকেই ধারনা করেছেন। মৃত এ ডলফিলটি এক নজর দেখার জন্য ভীড় করছে পযর্যটক সহ স্থানীয়রা। এটি নিয়ে সৈকতে এবছর মোট ১৮টি মৃত ডলফিন ভেসে আসে এমন তথ্য কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির। তবে এসব ডলফিন মৃত্যুর কারনে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।