সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২২
সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নোমান সাদিককে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে ওই গ্রামের নাছির উদ্দিনের ছেলে। র্যাব-১২’র মেজর এম রিফাত-বিন-আসাদ মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১১৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একটি মোটর সাইকেল জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।