বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ২০ অক্টোবর ২০২২
বরিশালের গৌরনদীর বাইশারী ও উজিরপুরের নাথারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার ১৯ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত বিভাগীয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য (আখের গুড়) যথাযথভাবে সরবরাহ না করা, অসাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে ১০ এপিবিএন বরিশালের একটি টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে।