আগামী ১লা নভেম্বর ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
প্রকাশিত : ২১ অক্টোবর ২০২২
ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সাধারন সভা অুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোম্বর বিকালে ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমির সুপার মার্কেটের ২য় তলায় সংগঠনের সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষনাসহ নুরুল ইসলাম নুরুকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনার মাধ্যমে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।
নির্বাচন হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত আহবায়ক কমিটি সংগঠনের সকল দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্বাচিত প্রতিনিধিদের নিকট দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে আহবায়ক কমিটি বিলুপ্ত করা হবে। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১লা নভেম্বর সকাল ১০টা থেকে বিরতীহীন ভাবে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ সোহেল আহাম্মেদ, যুগ্ন-সাধারন সম্পাদক খোকন প্রধান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সোনালী আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রনি কুমার দাস, সেলিম হাওলাদার, লিজা আক্তার, জুয়েল রানা, হাজ্বী মোতালেব, সেলিম আহাম্মেদ প্রমুখ।