প্রাথমিক চিকিৎসায় ফের সাগরে উড়াল দিল গাংচিল
প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আহত গাংচিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সৈকতে অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে সৈকতের পূর্ব পাশে আহত অবস্থায় পড়ে থাকে গাংচিলটি।
সৈকতে আহত গাংচিলটি এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী টিম সদস্য সাইদুর রহমান সবুজ দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আজ মঙ্গলবার দুপুরে সৈকতে অবমুক্ত করলে ফের পাখিটি সাগরের দিকে উড়ে যায়।
এ সময় কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ফটো সাংবাদিক আরিফ রহমান, ট্যুর গাইড সংগঠনের সভাপতি কেএম বাচ্চু সহ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যুর গাইড সংগঠনের সভাপতি কেএম বাচ্চু বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে এ পাখিটি দল থেকে ছিটকে এসে কুয়াকাটা সৈকতের বালু চরে অসুস্থ অবস্থায় পড়ে থাকে। পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবমুক্ত করা হয়েছে।