র্যাব-৩ এর অভিযানে খিলগাঁওয়ে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২২
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা হতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১।
মোঃ আব্দুল রাজ্জাক (৫২), পিতা-মৃত আব্দুল হানিফ, সাং-কমলাপুর, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ এর হেফাজত হতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইলফোন এবং নগদ ২,০০০/- টাকাসহ ২৮/১০/২০২২ তারিখ ১৯০৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়। এ বিষয়ে রাজ্জাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব।