মীর সোহেল আলীকে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত : ২ নভেম্বর ২০২২
স্টাফ রিপোর্টার: জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মীর সোহেল আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। ২ নভেম্বর (বুধবার) বিকালে ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমির সুপার মার্কেটের ২য় তলায় যুবলীগ কার্য্যালয়ে সংগঠনের সভাপতি নূরুল ইসলাম নুরু এবং সাধারন সম্পাদক সোহেল আহাম্মেদের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বলেন, ফতুল্লার মধ্যে সর্ব প্রথম সাংবাদিক সংগঠনের মধ্যে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের স্বতঃস্ফ‚র্ত ভাবে অংশগ্রহনের মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত একটি নজিরবিহীন কমিটি। আমি আশাকরি আপনাদের দারা সকল ভালো কাজগুলো হোক।সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকরা আছে বলেই আমরা আমাদের চার পাাশের সংবাদ তাৎক্ষনিক জানতে পারি।
সাংবাদিক যদি না থাকতো তাহলে আমরা সমাজের খারাপ দিকগুলো জানতে পারতাম না। আজকে দেশে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত আছে এমন সংবাদ সাংবাদিকদের কল্যানে সংবাদপত্রে প্রকাশিত হয় বলেই সরকারের উন্নয়ন চিত্র জাতি জানতে পারে। মূলত, সমাজ থেকে অপরাধ প্রবনতা রোধে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, সহ-সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ আলামিন চেীধুরী, কার্য্যকরী সদস্য মোতালেব চেীধুরী, সদস্য থোকন প্রধান,জুয়েল রানা, সাংবাদিক এম এ সুমন, যুবলীগ নেতা সফিউদ্দিন বাচ্চু,মশিউর রহমান তরুন,রিপন খন্দকার, আক্তার হোসেন প্রমুখ।