কলাপাড়ায় তৃনমূল সাংবাদিক দলের শিখন কর্মশালা
প্রকাশিত : ২ নভেম্বর ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তৃনমূল সাংবাদিক দলের শিখন কর্মশালা অনুষ্ঠিতি হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদে মিলনায়তনে একদিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস, এল আরপি-৫০, সিএএসআর প্রকল্পের আয়োজনে একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় ওই ইউনিয়নের ২০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রন করে। এসব শিশুদের উন্নয়নমূলক সংবাদের উপর প্রাথমিক ধারন দেয়া হয়।
এ সময় আভাস সিএএসআর প্রকল্পের স্পন্সরশীপ অফিসার মো.আরিফুল ইসলাম,তৃনমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও প্রশিক্ষক উত্তম কুমার হাওলাদার, তৃনমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও প্রতিভা সৃষ্টি কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মো.তরিকুল ইসলাম, তৃনমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও শিশুর অভিভাবক আসমা, লিজা, কমিউনিটি মবিলাইজার মো.মিজানুর রহমান উপস্থিত ছিলেন।