বেনাপোলে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তম চক্ষুদান দিবস পালিত
প্রকাশিত : ৩ নভেম্বর ২০২২
বেনাপোল প্রতিনিধি: “আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ অন্ধ আঁকিতে রাশি জ্বালাবে করবো দৃষ্টিদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোলে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের আয়োজনে বেনাপোল মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারের সৌজন্যে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তম চক্ষুদান দিবস পালিত হয়েছে। লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের উদ্যেগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (০২ নভেম্বর) সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় চত্তর থেকে র্যালি বের হয়ে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ কার্যালয়ে শেষ হয়। পরে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ পরিচালক মোঃ রাব্বি হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বেনাপোল মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম শেখ রুবেল ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবিবুর রহমান হবি ।
আরো উপস্থিত ছিলেন লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ সিনিয়র সদস্য ইসলামুল হক সবুজ, সহ-সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ সাদিক, যোগাযোগ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান জয় ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী ভাইয়েরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান হৃদয়। উল্লেখ্য দিবসটি উপলক্ষ্যে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করে।