র্যাব-৩ এর অভিযানে চেক জালিয়াতি মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত : ১০ নভেম্বর ২০২২

রাজধানীর উওরা এলাকা হতে ০৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ মনিরুল হক (৪৫), পিতা-সানাউল হক, সাং-কান্দাপাড়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে ০৯/১১/২০২২ তারিখ ০৪৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।