সমকাল সুহৃদ সমাবেশের জাতীয় বিজ্ঞান বিতর্ক ২০২২ চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল
প্রকাশিত : ১২ নভেম্বর ২০২২
গতকাল ১২/১১/২০২২ইং শনিবার সকাল ১০.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, আমলাপাড়ায় লাইব্রেরী মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশ নারায়ণগঞ্জ এর আয়োজনে বি.এফ.এফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, আমলাপাড়া। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়।
সেরা বক্তা হন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের মেজবাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এর চেয়ারম্যান কাশেম জামাল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি এড. নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন। অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বিজ্ঞান লেখক ও সাংবাদিক শরিফুদ্দিন সবুজ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাসিমা আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক কাজী আমির হোসেন রবিন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমকাল সোনারগাঁও উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন রতন। সোনারগাঁও উপজেলা ডেইলী অবজার্ভারের প্রতিনিধি মাহমুদ হাসান রিপন। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল পরিচালনা পরিষদের সদস্য লিয়াকত আলী। সমকাল সুহৃদ সমাবেশের যুগ্ম সম্পাদক হযরত আলী সবুজ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিলটন। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এর শিক্ষক ফ্লোরা হায়দার ও মোঃ বাসেদ। মর্গান হাই স্কুল এন্ড কলেজ এর জোবায়েদ হাসান। বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসিফ আহমেদ সুমন। আই.ই.টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় পাল। বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঝর্ণা আক্তার।
অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, মর্গান হাই স্কুল এন্ড কলেজ, বিদ্যানিকেতন হাই স্কুল, মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সিদ্ধিরগঞ্জ, আ.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের শেখ রাব্বি আহমেদ বাধন, শেখ জান্নাতুল রাইয়ান, অনাবিল।