কলাপাড়ায় দরিদ্র নারীর পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা
প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র এক নারীর পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ। তিনি বৃহস্পতিবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গুচ্ছগ্রামের দরিদ্র এনি বেগমের হাতে একটি গাই গরু তুলে দিয়েছেন।
আর গরুটি পেয়ে ওই নারী খুশিতে বলেন, সারা জীবন অন্যের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে দুই মেয়েসহ চারজন সংসার চালাতে হিমশিম খেতে হতো তার। এখন এই গরু অনেক উপকারে আসবে। এ সময় উপজেলা ও স্থানীয় যুবলীগের নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড. শামীম আল সাইফুল সোহাগ এ উপজেলায় করোনকালী সময় ও বানভাসি বিপদাপন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহয়তা বিতরন করেছেন। এছাড়া মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহয়তা করে আসছেন।