কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২২
সব অপেক্ষার অবসান হলো। কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী হয়ে গেল। বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় কাতারের আল বাইত স্টেডিয়ামে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্টেডিয়ামটি ৬০০০০ দর্শক ধারণে সক্ষম।
গ্রেটেস্ট শো অন আর্থের’ সঙ্গে মানানসই এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে স্বাগতিক কাতার।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতান বিশ্বের অনেক নামকরা গায়করা। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা গাজী টিভি, টি-স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচে অংশ নেয় স্বাগতিক কাতার-ইকুয়েডর।