ডিমলায় জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২২

ডিমলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নীলফামারী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মমতাজুল হককে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ডিমলা বিজয় চত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, জেলা পরিষদের সদস্য মো: ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারসহ জেলা/উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

আপনার মতামত লিখুন :