চট্টগ্রামের জনসভায় উন্নয়নচিত্র তুলে ধরা হবে: তথ্যমন্ত্রী
প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২২
চট্টগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক জনসভায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরো বলেন, আমরা যেহেতু জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছি, জনগণের সামনে হাজির হওয়া আমাদের দায়িত্ব। শনিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার এটি দ্বিতীয় রাজনৈতিক জনসভা।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ১৪ বছরে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয়েছে। মানুষের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে, পাকিস্তানকে তো বহু আগেই ছাড়িয়েছে।তিনি বলেন, আমরা জনগণের জন্য কী করেছি, দেশ আগে কোথায় ছিল, এখন কোথায় গেছে, দেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই- সেই কথাগুলো প্রধানমন্ত্রী বলবেন। জনসভার আগে প্রধানমন্ত্রী বেশকয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনও করবেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা দেশকে পেছনে নিয়ে যেতে পারি না। যারা বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়; বিএনপির স্লোগান, ‘টেক ব্যাক বাংলাদেশ’ অর্থাৎ বাংলাদেশকে পেছনে নিয়ে যাও আবার বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমানের জামানায় নিয়ে যাও, হাওয়া ভবন করো, ৫০০ জায়গায় বোমা ফাটাও। বাংলাদেশ সেসব পেছনে ফেলে এসে আজ উন্নতির সোপানে দ্রুত গতিতে এগিয়ে চলছে। জঙ্গিগোষ্ঠী ও স্বাধীনতাবিরোধী অপশক্তি, যাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, তাদের হাতে যে আমরা দেশকে তুলে দিতে পারি না, সেটাও আমরা জনগণের সামনে ব্যাখ্যা করবো।
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের প্রসঙ্গ টেনে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব গতকালও বলেছেন, নয়াপল্টনেই সমাবেশ হবে। আসলে তাদের উদ্দেশ্য জনসভা করা নয়। তাদের উদ্দেশ্য দেশে একটা গণ্ডগোল বাধানো এবং দেশকে অস্থিতিশীল করা।
তিনি বলেন, তাদের সুবিধার্থে, তাদের আবেদন অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে না গিয়ে নয়াপল্টনে জনসভা হবে বারবার ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা এটি বলছেন। সরকার কাউকে গণ্ডগোল বাধানোর অনুমতি দিতে পারে না। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা এটা হতে দেবো না।