র্যাব-৩ এর অভিযানে মাদক মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২২
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর রামপুরা এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম ও রিপন গ্রেফতার।
১। রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম ও রিপন (৫০), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-মালিবাগ চৌধুরীপাড়া, থানা-রামপুরা, ডিএমপি ঢাকাকে ০৪ ডিসেম্বর, সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার।
২। তিনি জানান, ধৃত আসামীর বিরুদ্ধে রামপুরা থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।