অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী ইমরানকে গ্রেফতার করেছে র্যাব-৩
প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২২
গাজীপুর মহানগরীর ভাসন এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ ইমরান হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গাজীপুর মহানগরীর ভাসন থানাধীন ২৪নং ওয়ার্ডস্থ এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ ইমরান হোসেন (২৫), পিতা-মোঃ মোস্তফা, সাং-কুসুম্বা (ঠনঠনিয়া পাড়া), থানা- মান্দা, জেলা-নওগাঁকে ২৪ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা ১৯৪৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী নওগাঁ জেলার মান্দা থানার ০২/১২/২০২২ তারিখের একটি অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।