বোচাগঞ্জে ৬ ইউনিয়নে নৌ প্রতিমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩
উত্তরের জেলা দিনাজপুরে যখন পশ্চিমের হিমেল শৈত্য প্রবাহে সাধারণ খেটে খাওয়া দিন মজুর মানুষ তিব্র শীতে যবুথবু অবস্থা ঠিক তখনই বোচাগঞ্জ বিরলের অভিভাবক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি উপহার হিসেবে পাঠালেন ৩ হাজার উন্নতমানের কম্বল।
৬টি ইউনিয়নে অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে সেই ৩ হাজার উশ্নো উপহার (শীতবস্ত্র) বিতরণ করেছে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী জানান, শীতার্ত মানুষের কথা চিন্তা করে আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি তার ব্যক্তিগত পক্ষ থেকে উপহার হিসেবে উপজেলার ৬টি ইউনিয়নের শীতার্ত মানুষের জন্য ৩ হাজার শীতবস্ত্র দিয়েছেন।
মন্ত্রী মহোদয়ের পক্ষে এসব শীতবস্ত্র বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি আব্দুস সবুর, মোঃ জাফরুল্লাহ, নঈম শাহ, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম আযাদ, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকতারুজ্জামান সজিব সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।