অবশেষে ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩

আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। আগের ম্যাচে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারের ব্যাটিং ব্যার্থতায় জয় ধরা দেয়নি। ভারতের নারী দলের প্রথম বাংলাদেশ সফরে সিরিজটাও হাতছাড়া হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলের।

শেষ ম্যাচটা ছিলো হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। শেষ ম্যাচেও প্রথমে ব্যাটিংয়ে ভারত। নিয়ন্ত্রিত বোলিংয়ে এবারো হারমানপ্রিত- স্মৃতি মান্ধানাদের অল্প রানে বেঁধে রাখে রাবেয়া-সুলতানারা। ৯ উইকেটে ১০২ রান করে ভারত। জবাব দিতে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৬ রানে হারায় দুই উইকেট। তবে অধিনায়ক নিগার সুলতানাকে সাথে নিয়ে বিপর্যয় এড়ান শামিমা সুলতানা। টাইগ্রেস অধিনায়ক আউট হয়েছেন ১৪ রানে।

সুলতানা দলকে নিয়ে গেছেন জয়ের কাছাকাছি। তার ৪৬ বলে ৪২ দলকে দিয়েছে জয়ের ভিত্তি। শেষ পর্যন্ত চার উইকেট আর ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা। আগের ম্যাচে জয় হাতছাড়া না করলে সিরিজটাই জিততে পারতো বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :