ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে কাজ করতে হবে: বিএসএমএমইউ উপাচার্য
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ই ব্লকে ১৪ শয্যার নতুন ডেঙ্গু কর্নার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, জ্বর হলেই পরীক্ষা করতে হবে। এ বছর ডেঙ্গুর প্যাটার্ন কিছুটা ভিন্ন। দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিকের সম্ভাবনা বেশি থাকে। কোনো কোনো রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এরকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে।
তিনি আরো বলেন, বিএসএমএমইউর জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগ এবং এইচডিইউতে এরই মধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় এবার ই-ব্লকে ডেঙ্গু কর্নার চালু করা হলো। প্রয়োজনে এফ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে। বর্তমানে ৫০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে। এর সঙ্গে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।