মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জে অজু করতে গিয়ে প্রান গেল কিশোরীর
প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪
পটুয়াখালীর কলাপাড়ায় ফজরের নামাজের জন্য পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে মোসা: হাফসা বেগম (১৪-১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারী) উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে এমন ঘটনা ঘটেছে। নিহতের পিতা মো: হাফেজ মাতুব্বর সাংবাদিকদের জানান তার মেয়ে শিশুকাল থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলো।
আজ ভোর ছয়টায় বসতঘরের সামনের পুকুরে অযু করতে গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার মা মিনারা বেগম অযু করতে গিয়ে মেয়েকে পানিতে অর্ধডুবন্ত অবস্থা দেখতে পায়। এরপর ডাকচিৎকার দিলে স্থানীরা এসে কিশোরীর মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।