খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা, উপকূলে হিমেল বাতাসে জনজীবনে স্থবিরতা
প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ১৩ জানুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও বইছে হিমেল বাতাস। শনিবার সকাল ৯ টায় সর্বনিম্ন ১২.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিলো ৯৩ শতাংশ। এতে স্থবিরতা নেমে এসেছে সমুদ্র উপকূলীয় জনজীবনে।
হাড় কাপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চরাঞ্চলে বসবাসকারীরা। চরম ভোগান্তিতে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডার কারনে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। এদিকে, হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
ইদ্রিস নামে এক শ্রমিক বলেন, মোটা কাপড় পড়েছি। তার পরও শীত ডুকছে শরীরে। এখন রিকশা চালানোই দায় হয়ে পড়েছে। আর বাজারে মানুষের আনাগোনাও কম। সকাল থেকে তেমন যাত্রী পাইনি। ভ্যানচালক মোসলেম মিয়া বলেন, শীতের সঙ্গে হিমেল বাতাস বইছে। যে কারণে ভ্যান চালাইতে গেলে শীত বেশি অনুভূত হয়। অনেক সময় গাঁ বরফের মতো হয়ে যায়।
নাচনাপাড়া গ্রামে বেরি বাধে বসবাকারি মিন্টু মিয়া বলেন, এই শীতে শরীর একেবারে বরফের মতো হইয়া গেছে। মোটা কাপড় পড়ছি এতেও শীত দমাতে পারছেনা। তাই খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করেছেন তারা।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, সপ্তাহজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। এছাড়া,অনেক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে।