বেনাপোলে কলেজ পড়ুয়া ছাত্রী অপহরনসহ বিভিন্ন মামলার ৪জন গ্রেফতার
প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪
মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোলে বিশেষ এক অভিযানে কলেজ ছাত্রী অপহরণ, ইজিবাইক বিক্রির প্রতারণা ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বেনাপোল কাগজপুকুর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন বাবু একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেন হৃদয়, খুলনার বাকা ভবানীপুর গ্রামের মহাদেব ঘোষ এর ছেলে অলোক কুমার ঘোষ, বেনাপোল পোড়াবাড়ি গ্রামের মোহর আলীর ছেলে মো. মোক্তার হোসেন।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন শিবনাথপুর গ্রামস্থ কলেজ পড়ুয়া সানিয়া আফরিন (১৬) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। শিবনাথপুর হতে কদমতলাগামী সড়কে পৌঁছালে আসামী হৃদয় হোসেন বাবু (২১) ও বিল্লাল হোসেন হৃদয় (৩৭) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পরস্পর যোগসাজসে মেয়েটিকে অপহরণ করে। পরে মেয়ের বাবা মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পার্শ্ববর্তী ঝিকরগাছা থানাধীন এলাকা হতে অপহৃত সানিয়া আফরিন কে উদ্ধার ও আসামী হৃদয় হোসেন বাবু এবং বিল্লাল হোসেন হৃদয়কে গ্রেফতার করা হয়।
অপরদিকে বেনাপোল কাস্টম হাউজের সম্মুখস্ত ঘরোয়া হোটেলের ভিতরে ৪টি ইজিবাইক বিক্রয়ের নামে প্রতারনামূলক ৩.৫০,০০০/-তিন লাখ পঞ্চাশ হাজার টাকা) আত্মসাতের ঘটনায় যশোরের ঘুরুলিয়া উত্তরপাড়ার আব্দুল করিমের ছেলে মোঃ জামাল উদ্দিন (৪২) ও খুলনার বাকা ভবানীপুর এলাকার মহাদেব ঘোষের ছেলে অলোক কুমার ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসময় ছোটআঁচড়া মোড় থেকে আসামী জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ৭বছরের জিআর সাজাপ্রাপ্ত পরোয়ানা ভূক্ত আসামী মো. মোক্তার হোসেন কে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে তাদেরকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।