বেনাপোলে পুলিশের অভিযানে ফেনসিডিল সহ আটক ১
প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪
মো. রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মো. নুর উদ্দিন (৩৫) কে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৪০মিনিটে তাকে ফেনসিডিল সহ আটক করা হয়। আটক নুর উদ্দিন বেনাপোল খড়িডাঙ্গা গ্রামের মো. আদম আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, বিশেষ অভিযান চালিয়ে ভবারবেড় গ্রামের ফল রাজুর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে নুর উদ্দিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।