পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বাসার দরজার সামনে বারবার ডাকাডাকি করায় বিরক্ত হয়ে এক নারী পোষা কুকুরের সদ্য জন্মানো আটটি ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করেন। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
অভিযুক্ত নারী নিশি রহমান ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী। সকালে পুকুরের ধারে মা কুকুরের কান্নার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার পর উপজেলা প্রশাসন জরুরি সভা ডেকে অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ দেয়। তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
ছানাগুলোর মালিক ছিলেন সদ্য বদলি হওয়া ঈশ্বরদীর সাবেক ইউএনও সুবির কুমার দাশ, যিনি এখন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, কুকুরগুলোর যথাযথ দেখভালের ব্যবস্থা করে গিয়েছিলেন। এমন নিষ্ঠুর ঘটনা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে এবং তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
বর্তমান ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি জানার পরপরই প্রশাসন ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত নিশির স্বামী নয়ন ঘটনাটি সত্য স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে নিশি রহমান নিজে কোনো মন্তব্য করেননি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, এই অমানবিক ঘটনার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং আইনি প্রক্রিয়া চলবে।

আপনার মতামত লিখুন :