বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পঞ্চগড়ের বোদায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার রাতে উপজেলার বোদা সদর ইউনিয়নের ডকসাপাড়া এলাকায় এ আয়োজন করেন পঞ্চগড় জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক লাইলী বেগম।
মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর মান্নান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তফিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের আয়োজনকারী লাইলী বেগম ঢাকা পোস্টকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, মানুষ আজও তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার দ্রুত সুস্থতার জন্য আমি কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করেছি। এ আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ অংশ নিয়েছেন। সবাই আন্তরিকভাবে দোয়া করেছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।

আপনার মতামত লিখুন :