ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিল ইরান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৪ দুপুর

ইরান তাদের অন্যতম বৃহৎ স্বর্ণখনি শাদানে বিশাল স্বর্ণের ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার (১ ডিসেম্বর) দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন শাদান খনিতে নতুন এই আকরিকের সন্ধান মেলে। ফার্স নিউজ এজেন্সি একে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কারগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

নতুন আবিষ্কারের ফলে শাদান খনির মোট স্বর্ণ মজুদ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রায় ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক পাওয়া গেছে। তুলনামূলকভাবে সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আকরিককে ইরানের খনিশিল্পের জন্য বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

দেশটি কখনোই জাতীয় স্বর্ণ মজুদের সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ না করলেও সাম্প্রতিক বছরগুলোতে সরকারি পর্যায়ে স্বর্ণ ক্রয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানান, ২০২৩–২৪ সালে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী ব্যাংকের তালিকায় ছিল। কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় স্বর্ণ মজুত বাড়ানো ইরানের অর্থনীতিকে সহায়তা করবে।

বর্তমানে ইরানে মোট ১৫টি স্বর্ণখনি সক্রিয় রয়েছে। এর মধ্যে উত্তর–পশ্চিমাঞ্চলের জারশোরান খনি সবচেয়ে বড়। তবে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগ এবং সাম্প্রতিক ইসরাইল–ইরান উত্তেজনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

অর্থনৈতিক অস্থিরতা এবং রিয়ালের লাগাতার অবমূল্যায়নের ফলে অনেক ইরানি এখন নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। সোমবার খোলা বাজারে ডলারের বিনিময়মূল্য ছিল প্রায় ১১ লাখ ৭০ হাজার রিয়াল এবং ইউরোর মূল্য ১৩ লাখ ৬০ হাজার রিয়াল। এ তথ্য দিয়েছে অনলাইন বিনিময় হার প্ল্যাটফর্ম ‘বনবাস্ট’ ও ‘আলানচান্ড’।

এর আগে পাকিস্তানও বড় ধরনের স্বর্ণ মজুত আবিষ্কারের দাবি করেছিল। গত মাসের শুরুর দিকে দেশটির ব্যবসায়ী নেতা ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা এলাকায় পাওয়া নতুন স্বর্ণভাণ্ডারের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার।

Link copied!