বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেজটি হ্যাক হওয়ার বিষয়টি ধরা পড়ে। এমতাবস্থায় হ্যাকড হওয়া ওই পেজ থেকে কোনো ধরনের স্ট্যাটাস, তথ্য বা বার্তা ছড়িয়ে পড়লে তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। পেজটি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :