মাদারীপুরের কালকিনিতে ক্যান্সার-কিডনী লিভার সিরোসিস রোগীদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত : ৩১ মে ২০২০

মাদারীপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজসেবা মন্ত্রণালয় হতে প্রাপ্ত মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোক প্যারালাইড ও জন্মগত হৃদ রোগীদের মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিসার বিএম আসাদুজ্জামান এর সভাপতিত্বে রোগীদের মাঝে চিকিৎসা অনুদানের চেক তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মোঃ শহিদুল ইসল,আলি নগড় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন,গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান,আঃ সালাম সহ অন্যরা। উপজেলার ১৮ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :