খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে নম্রতা মুনের সাফল্য

প্রকাশিত : ১ জুন ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ন¤্রতা মুন। বিজ্ঞান বিভাগ থেকে সে পরীক্ষায় অংশ নেয়। সে কলাপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মিলন কর্মকার রাজুর ভাগনী ও অর্চনা রানী ও উত্তম দে দম্পতির একমাত্র কন্যা।

একই বিদ্যালয় থেকে জেএসসি এবং মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায় মুন। মুন এ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বড় হয়ে সে পাইলট হতে চায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন জানান, মুন অত্যন্ত মেধাবী ছাত্রী।

শুধু লেখাপড়া না, বিদ্যালয়ে অনুষ্ঠিত যেকোন অনুষ্ঠানে সে মেধার পরিচয় দিয়ে বিজয়ী হয়েছে। মুনের ভবিষত আরও উজ্জল হোক এই প্রার্থনা করি। এ বছর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯২ দশমিক ৩৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬ শিক্ষার্থী। এছাড়া খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৮৪ জন। পাশের হার ৯৫ দশমিক ৮৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৯ শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন :