মেসির উপরে রোনালদো, শীর্ষ ১০০তে মোহামেদ সালাহ

প্রকাশিত : ৬ জুন ২০২০

ফোর্বস ম্যাগজিনের বিশ্বের ১০০ শীর্ষ আয়ের সেলিব্রিটি ও ক্রীড়াবিদের তালিকায় সবশেষ অবস্থানে জায়গা পেয়েছেন মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহ। তার আয় ৩৫ দশমিক ১ মিলিয়ন ডলার বা প্রায় ২৮৫ কোটি টাকা। তালিকায় পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান রোনালদো আছেন ৪ নম্বরে, যার এবছর এখন পর্যন্ত আয় ১০৫ মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে আটশো কোটি টাকা। এরপরই আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি; যার আয় ১০৪ মিলিয়ন ডলার।

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র আছেন ৭ নম্বরে। আয় ৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। টেনিস তারকা রজার ফেদেরার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ আয় করেছেন যিনি তালিকার ৩ নম্বরে আছেন ১০৬ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় নিয়ে। ডিওয়েন জনসন বা ডব্লিউডব্লিউএফ-এর বিখ্যাত রক রয়েছেন ১০ নম্বরে আয় করেছেন ৮৭ দশমিক ৫ মিলিয়ন ডলার। টাইগার উডস ২৬, হলিউড অভিনেত্রী টেইলর সুইফট ২৫, ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং আছেন ২৮ নম্বরে।

অভিনেতা ভিন ডিজেল ৪০, কিম কারদাসিয়ান ৪৮, ডেভিড কপারফিল্ড ৬০, টেনিস তারকা নোভাক জোকোভিচ ৬৮, ব্যান্ডদল ব্যাক স্ট্রিট বয়েজ ৬৪, অভিনেতা জ্যাকি চ্যান ও টেনিস তারকা রাফায়েল নাদাল ৮০, রকস্টার বন জভি ও লেডি গাগা ৮৭, অ্যাঞ্জলিনা জোলি ৯৯ তম অবস্থানে আছেন।

ফোর্বস এর জরিপ বলছে গত বছরের একই সময়ের তুলনায় শীর্ষ ১০০ তারকাদের মোট আয় ২০০ মিলিয়ন ডলারের মত কমে মোট ৬১০ (কর ও ফি দেয়ার আগে) কোটি ডলারে দাঁড়িয়েছে। করোনা মহামারিতে খেলাধুলা ও বিনোদন জগতে কার্যক্রম বন্ধ থাকায় আয় কমেছে। তারপরও তারকাদের এত আয় এসেছে মূলত বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির বিজ্ঞাপন ও বিপণন অংশীদার হিসেবে। এছাড়া বিনোদন জগতের তারকাদের আয়ের একটা বড় অংশ নেটফ্লিক্সের মত অনলাইন স্ট্রিমিং থেকেও এসেছে।

আপনার মতামত লিখুন :