আগামী ১৫ জুন থেকে ইংল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরা(ফেস কভারিং)বাধ্যতামূলক

প্রকাশিত : ৬ জুন ২০২০

ইয়াসমিন আক্তার, লন্ডন: হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক ঘোষণা করেছেন যে-ইংল্যান্ডের সমস্ত এনএইচএস কর্মীদের ১৫ জুন থেকে হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ কমাতে সার্জিক্যাল-গ্রেড মাস্ক পরতে হবে। ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শ্যাপস বলেন- সার্বজনীন পরিবহন ব্যবহার করা যেকোন ব্যক্তির জন্য মুখে মাস্ক বাধ্যতামূলক। অমান্যে দিতে হতে পারে জরিমানা। মিঃ হ্যানকক বলেছিলেন যে হাসপাতালের লোকদের মধ্যে কোভিড -১৯ এর বিস্তার রোধ করা “বিধানতান্ত্রিক গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন- আমরা যে জিনিস শিখেছি তার মধ্যে একটি হল যারা হাসপাতালে কাজ করছেন তারা ক্লিনিকাল সেটিংয়ে কাজ করেন বা না করেন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং তাই আরও বৃহত্তর সুরক্ষা দেওয়ার জন্য আমরা ইংল্যান্ডের এনএইচএস কর্মীদের জন্য নতুন দিকনির্দেশনাও সরবরাহ করছি যা ১৫ ই জুনে সম্পুর্ন্ন কার্যকর হবে।

 

আপনার মতামত লিখুন :