সাতক্ষীরায় অপহরণের একদিন পর উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত : ৬ জুন ২০২০

সাতক্ষীরায় অপহরণের একদিন পর আবু সাঈদ রাজা নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করে অপহরণ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। অপহরণকারীরা হলেন- খুলনার মিয়াবাড়ি এলাকার জেসমিন মাহমুদ (৫০), মো. আজিজুল ইসলাম (৩০), জহিরুল ইসলাম রানা (৪৫), শাহানুর রহমান স্বপন (৩৮)। তাদের অপহরণ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৬ ‍জুন ) তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওয়াহিদ মোর্শেদ জানান, শুক্রবার রাতে খুলনা থেকে আবু সাঈদ রাজাকে উদ্ধার করা হয়। তিনি জানান, আবু সাঈদ রাজার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল অপহরণকারীদের সঙ্গে। এ ঘটনার জের ধরে শুক্রবার বেলা ১২টার দিকে পাটকেলঘাটা বাজার থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় তারা।

পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে অভিযান চালানো হয়। শনিবার ভোরে খুলনা থেকে অপহৃত রাজাকে উদ্ধার করা হয়। এ অভিযানে পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. জেল্লাল হোসেন ও এসআই প্রদ্যুৎ গোলদারও ছিলেন।

 

আপনার মতামত লিখুন :