ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০০৫জনের মৃত্যু, ৩৫হাজার ছাড়িয়েছে

প্রকাশিত : ৬ জুন ২০২০

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অবস্থা বিপর্যস্ত। দেশটিতে কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা ব্রিটেনকে ছাড়িয়ে যাওয়ার পথে। ইতোমধ্যে দেশটিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাভাইরাসে রোগী শনাক্ত হয়েছে। সবশেষ তথ্য হলো সেখানে মৃত্যু ৩৫ হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস নিয়ে সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে ব্রাজিলে গতকাল শুক্রবার নতুন করে আরও ৩০ হাজার ৮৩০ জন মানুষের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। ব্রাজিলের সরকারি হিসাব মতে দেশজুড়ে এখন পর্যন্ত ৬ লাখ ৪৫ হাজার ৭৭১ জনের দেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ এর পর যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া গত একদিনে আরও সহস্রাধিক মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানি গিয়ে ঠেকেছে ৩৫ হাজার ৪৭ জনে।

করোনাভাইরাসের সংক্রমণ যখন এমন আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে তখন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো দেশ পুনরায় খুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার দাবি এই ভাইরাস অতটা মারাত্মক নয় এটা ‌‌‘সাধারণ ফ্লুর’ মতো। এ নিয়ে দুই স্বাস্থমন্ত্রীকে বরখাস্ত করেন তিনি।

গত বৃহস্পতিবার করোনায় প্রাণহানিতে এক সময়ের মৃত্যুপুরী ইতালিকে ছাড়িয়ে যায় ব্রাজিল। এরই মধ্য দিয়ে করোনায় প্রাণহানিতে বিশ্বে তৃতীয় স্থানে চলে আসে দেশটির নাম। ব্রাজিলের উপরে আছে শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম। জন হপকিন্স বিশ্ববিদ্যালের ডাটা থেকে এই তথ্য জানা গেছে।

আপনার মতামত লিখুন :