মাশরাফী কোথায় চিকিৎসা নেবেন এখনো নিশ্চিত নয়

প্রকাশিত : ২০ জুন ২০২০

নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফী বিন মুর্তজা কোথায় চিকিৎসা নেবেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। মাশরাফীর বন্ধু সৌমেন চন্দ্র বসু সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মাশরাফীর করোনা শনাক্ত হওয়ার খবর শুক্রবার (২০ জুন) নিশ্চিত করে সৌমেন জানান, কয়েদনি ধরে মাশরাফী কিছুটা জ্বরে ভুগছিলেন। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

তিনি বলেন, মাশরাফীকে কোথায় চিকিৎসা দেয়া হবে তা এখনো নিশ্চিত নয়। এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়নি মাশরাফী চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে কিনা। করোনা পজিটিভ হবার খবর পাওয়ার পর মানসিকভাবে বেশ শক্ত আছেন বলেও তিনি জানান। মাশরাফীর অপর বন্ধু বাবুল সময় নিউজকে জানান, করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দেয়ার পর শুক্রবার বিকেলে মাশরাফীর মোবাইল ফোনে এসএমএস আসে। বিকেল তিনটায় আসা এসএমএস-এ তার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন :