সেন্ট্রাল লন্ডন যুবদলের সহ সভাপতি রাজু ইসলাম ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সায়েম আহমদের সিংচাপইড় ইউনিয়নে পিপিই ও মাস্ক প্রদান

প্রকাশিত : ২৭ জুন ২০২০

ইয়াসমিন আক্তার, লন্ডন:

করোনা প্রতিরোধে ছাতকের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবিরের গঠিত সিংচাপইড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিমকে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী মিজানের নির্দেশে স্বাস্থ্য সুরক্ষা পিপিই ও মাস্ক প্রদান করেন সেন্ট্রাল লন্ডন۔ যুবদলের সহ সভাপতি রাজু ইসলাম রাজু ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সায়েম আহমদ।২৬ জুন শুক্রবার ইউনিয়নের পুরান সিংচাপইড় পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এসব বিতরন করা হয়। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার গঠিত সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক কর্মীদের কাজ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন তিনি। স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন শেষে দিন ব্যাপি ইউনিয়নের বিভিন্ন বাজার পয়েন্টে চলার পথে স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে মাস্ক বিতরন কার্যক্রম পরিচালনা করেন।

এ সেবামূলক কার্যক্রমে নিযুক্ত ছিলেন- কাসায়েম আহমদ, প্রবীণ মুরুব্বি জিতু মিয়া, প্রবাসী ফয়জুউদ্দিন, বিএনপি নেতা হাজী মজম্মিল আলী, খলিলুর রহমান, মাষ্টার আছাব আলী, বিএনপি নেতা এনামুল কবির এনাম, হাজী আব্দু সহিদ, নজরুল ইসলাম, শহর আলী, আতর আলী, সাবেক ইউপি সদস্য আঙ্গুর মিয়া, প্রবাসী রশিক আলী, বি এন পি নেতা সুয়েব আহমদ, নুরউদ্দিন, উপজেলা যুবদল নেতা কাওসার আহমদ, আতাউর রহমান, কয়েছ মিয়া, মইনুল হুসেন, সুহিদুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, ইমরান হুসেন, রাসেল আহমদ, নাজিম আহমদ, উপস্তিত ছিলেন, সইজুল হক, আবিদ আলী, মুতিল মিয়া, রাসেল আহমদ, ইলিয়াছ আলী, কবির উদ্দিনসহ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :