লেবাননে বাংলাদেশি এক রেমিটেন্স যোদ্ধা নারীকর্মীর মৃত্যু

প্রকাশিত : ৩০ জুন ২০২০

লেবানন থেকে বাবু সাহা:  লেবাননে শারীরিক অসুস্থতায় নাসিমা আক্তার নামে এক নারীকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার(২৯ জুন) ভোরে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ কামাল জুমলাত হাসপাতালের মর্গে আছে। নাসিমা আক্তারের ছোট ভাই লেবানন প্রবাসী আলমগীর হোসেন জানায়, দীর্ঘ ১২ বছর আগে পরিবারে স্বচ্ছলতা আনার আসায় নাসিমা বেগম গৃহকর্মীর ভিসায় লেবানন আসেন।

শৈফাত এলাকায় একটি ছোট রুম ভাড়া নিয়ে বৈধভাবে সেখানে থাকতেন। গত ৫ মাস যাবত তিনি শারীরিক ভাবে গুরুতর অসুস্থ ছিলেন। আজ ভোরে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার নিয়োগকর্তা এসে মরদেহ কামাল জুমলাত হাসপাতালে প্রেরন করে। বর্তমানে মরদেহ হিমঘরে আছে। ২ সন্তানের জননী নাসিমা বেগমের বাড়ি বাংলাদেশে চাঁদপুর জেলার সেঙ্গারচর উপজেলার দূর্গাপুর গ্রামে। বাবার নাম খলিলুর রহমান।

এদিকে তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। নিহত নাসিমা বেগমের মরদেহ দ্রুত পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য দুতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন। আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। আমিন।

 

আপনার মতামত লিখুন :