ভূতুড়ে বিদ্যুৎ বিলের খপ্পরে অভিনেত্রী শাওন

প্রকাশিত : ৪ জুলাই ২০২০

সম্প্রতি বিদ্যুতের ভূতুড়ে বিল নিয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ নিয়ে স্ট্যাটাস দেন তিনি।

শাওন লিখেছেন, ‘আমি নিয়মিত বিদ্যুৎ বিল দেই। গ্যাস বিল, পানির বিল, ফোন- ইন্টারনেট বিল সবই নিয়মিত দেই। এটা কোনো প্রশংসনীয় কাজ নয়, এটা দায়িত্ব। নিয়মিত বিল দেই মানে আমি আমার নাগরিক দায়িত্ব পালন করি। নাগরিক দায়িত্ব পালন করে ঠিকমতো আয়কর দেয়ার কারণে ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ সরকার আমাকে পুরস্কৃত করেছে! শ্রেষ্ঠ করদাতাদের তালিকায় অনেক সম্মানী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে ছোট্ট করে আমার নামটাও আছে। এবার বোধহয় খেলাপিদের তালিকায় আমার নাম উঠতে যাচ্ছে!’

হুমায়ূন আহমেদ পত্নী আরো লিখেন, ‘মে মাসের বিদ্যুৎ বিল পেয়ে আমার এমনটাই অনুভূত হলো। ৩ জনের ছোট সংসারে আমার সাধারণ সময়ের বিদ্যুৎ বিল জানুয়ারিতে ছিলো ৪,৬০৪ টাকা, ফেব্রুয়ারি মাসে ছিলো ৫,৪৫৭ টাকা আর করোনাকালের মার্চ মাসে বিল ছিলো ৯,০৭০ টাকা। যা এপ্রিলে এসে হয় ২০,৬৯৩ টাকায়। আর মে বেড়ে দাঁড়ায় ২৯,৮০১ টাকায়। স্ট্যাটাসের সঙ্গে বিদ্যুৎ বিল সংশ্লিষ্ট ছবিও শেয়ার করেছেন তিনি। তবে এমন ঘটনা শুধুমাত্র মেহের আফরোজ শাওন ক্ষেত্রেই নয়, অনেকেরই বিদ্যুৎ বিল বেশি এসেছে বলে অভিযোগ তুলেছেন। শাওনের ফেসবুক পোস্টে গিয়ে তার ভক্ত-অনুসারীরা এমন অভিযোগ তুলছেন।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের আবাসিক গ্রাহকের বিদ্যুতের বিল নেয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। গত তিন মাসের যে বকেয়া বিল গ্রাহকের হাতে ধরিয়ে দেয়া হয়েছে তা দেখে অনেক গ্রাহক এখন ক্ষোভ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :