দ্বিতীয় দফায় পানি বাড়ছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে

প্রকাশিত : ১০ জুলাই ২০২০

গতরাত থেকে বৃষ্টিপাত ও উজানের ঢল নামতে শুরু করায় দ্বিতীয়বারের মতো বাড়ছে সুনামগঞ্জের নদনদী ও হাওর এলাকার পানি। শুক্রবার (১০ জুলাই) সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ও শক্তিয়ারখলা পয়েন্টে যাদুকাটা নদীর পানি বিপদ সীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘন্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি বাড়ায় দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া ইউনিয়নের জীবননগর গ্রামের নিম্নাঞ্চলে পানি ডুকতে শুরু করেছে। এছাড়া জেলার অন্যান্য নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার ও ত্রাণ ঢেউটিন নগদ টাকা বিতরণ করা হচ্ছে। জেলার ১১টি উপজেলা ও ৪ টি পৌরসভায় ৪২ হাজার ৫৭টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য খোলা ৭৯টি আশ্রয় কেন্দ্রে ২৩৯টি পরিবার আশ্রয় নিয়েছে। জেলার ৮৮ টি ইউনিয়নের মধ্যে ৮১ টি প্রথম দফায় বন্যায় আক্রান্ত হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, উজানে বৃষ্টিপাত হওয়ায় ঢল নেমেছে এছাড়া স্থানীয় ভাবে বৃষ্টিপাত হওয়ায় নদনদীর পানি বাড়ছে।

আপনার মতামত লিখুন :