এনজিও ফাউন্ডেশনের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে পানির ট্যাংক বিতরণ

প্রকাশিত : ১২ জুলাই ২০২০

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুপেয় পানীয় জলের সংকট নিরসনে রোববার সকালে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আয়নাল হোসেন খান, বারইখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সুখরঞ্জন হালদার, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সবাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।

বেসরকারি সংস্থা রাজটিক এর বাস্তবায়নে অনুষ্ঠিত বিতরণীতে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন, ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমির হোসেন,তরুন সংঘ ক্লাবের সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ওয়াকার্স পার্টি উপজেলা সাধারণ সম্পাদক আঃ ছালাম হাওলাদার, ধানসাগর ইউনিয়ন গ্রাম আদালত সহাকারী কারিমা আকতার প্রমুখ।

অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুপেয় পানীয় জলের সংকট নিরসন প্রকল্পের বাস্তবায়নে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা রাজটিক সমন্বয়কারী আবুল কালাম খান। বারইখালী ইউনিয়নের মরহুম বীর মুক্তিযোদ্ধা আমীর আলীর স্ত্রী সাফিয়া বেগম ও একই ইউনিয়নের মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মোল্লার পুত্র টুকু মোল্লা পানির ট্যাংক গ্রহন করেন। এ ইউনিয়নের আরো ৯ জনকে এ পানির ট্যাংক বিতরণ করা হবে।

 

আপনার মতামত লিখুন :