ভারতে এবার হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

প্রকাশিত : ১৪ জুলাই ২০২০

মহামারি করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে আরো ২৮ হাজার ৪৯৮ জনের। আক্রান্তের পাশাপাশি ধারাবাহিকভাবে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৬৩ জনের।

এ নিয়ে দেশটিতে মোট ২৩ হাজার ৭২৭ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। করোনা ভাইরাসে শুধুমাত্র ভারতের মহারাষ্ট্রেই মারা গেছেন ১০ হাজার ৪৮২ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে তিন হাজার ৪১১ জনের। গুজরাটে ২ হাজার ৫৫ জন প্রাণ হারিয়েছেন করোনার কারণে। তামিলনাড়ুতে মৃত্যু সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।

ভারতে এখনও পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৮৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫ লাখ ৭১ হাজার ৪৬০ জন করোনার কবল থেকে মুক্ত হলেন।

 

আপনার মতামত লিখুন :