সাঁথিয়ায় ঘুড়ি উৎসব মেলার ফাইনাল পর্বের সমাপ্তি

প্রকাশিত : ১৫ জুলাই ২০২০

বাকী বিল্লাহ:(বেড়া – সাঁথিয়া) পাবনা প্রতিনিধি: সামজিক দুরত্ব বজায় রেখে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের করমজার ঐতিহ্যবাহী হাজরাতলা নামক স্থানে ঘুড়ি উৎসব মেলার ফাইনাল প্রতিযোগিতার শেষ পর্বের সমাপ্তি হলো আজ বুধবার। করমজা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা ৬৮/১ আসনের সাংসদ এডভোকেট শামসুল হক টুকু এমপি। করোনাকালে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা সফল ভাবে উপস্থাপন করার জন্য ঘুড়ি উৎসব কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন শামসুল হক টুকু এমপি। সভাপতিত্ব করেন করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হোসেন আলী বাগচি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলা এই ঘুড়ি উড়ানো উৎসবে বেড়া-সাঁথিয়ার দুই উপজেলার ১০ টি ইউনিয়নের ৬ টি গ্রুপের মোট ৬০ টি ঘুড়ি অংশগ্রহণ করে।বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ঢাউস,কোয়ারে,সাপা,নৌকা,মৌমাছি, বিমান,রকেট, মাছ ঘুড়িসহ বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের ঘুড়ি অংশ নেয় মেলায়। ঘুড়ি উৎসবের ফাইনাল পর্ব দেখতে প্রত্যন্ত অঞ্চলের এবং স্থানীয় শত শত নারী পুরুষ ছোট বড় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়ে মেলার আনন্দ উপভোগ করেন। আরও উপস্থিত ছিলেন, আশিফ শামস্ রন্জন,সভাপতি লুৎফুন্নেসা ফাউন্ডেশন। আবুু দাউদ নান্নু, সাধারণ সম্পাদক করমজা ইউনিয়ন আওয়ামীলীগ।

সাব্বির রহমান, সহ-সভাপতি সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ। এছাড়াও সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ করমজা ইউনিয়নের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। করমজা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এর আহবানে যুবলীগ নেতা তায়েম রহমানের পরিচালনা এবং উপস্থাপনায় এ ঘুড়ি উৎসবের অানুষ্ঠানিকতা শেষ করা হয়।

 

আপনার মতামত লিখুন :