মহিপুরে দেশীয় চোলাই মদসহ ৩ যুবক আটক

প্রকাশিত : ২৩ জুলাই ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে দেশীয় ১ লিটার চোলাই মদসহ তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত এগারোটার দিকে আলীপুরের মুসলিশ মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বিপ্লব হোসেন সোহেল (২২), আবদুল সালাম (২৭) ও শাকিবুল হাসান(২২)। আটককৃত সোহেলের বাড়ি চাপাইনবাবগঞ্জের রাজারামপুর এলাকায়, সালামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকার নাজিরঘাটে ও শাকিবুলের বাড়ি মাদারীপুরের মধ্য খাগদী এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে মৎস্যবন্দর আলীপুর মুসলিম মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে মদ কেনা বেচার সময় তাদেরকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রিমিয়াম ড্রিংকিং ওয়াটারের ১ টি প্লাষ্টিক বোতলে ধারনকৃত ১ লিটার মদ জব্দ করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরেদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :