প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর আগামী ৮ আগস্ট খুলবে কওমি মাদরাসা

প্রকাশিত : ২৪ জুলাই ২০২০

প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ আগস্ট থেকে খুলবে সারাদেশের কওমি মাদরাসাগুলো। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মতিঝিলে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি আতিল কওমিয়া বাংলাদেশের’ কার্যালয়ে কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক জানান, সভায় কওমি অঙ্গনের শীর্ষ মুরব্বিরা সার্বিক অবস্থা বিবেচনা করে কওমি মাদরাসা খোলার সিদ্ধান্ত নেন। সারাদেশে ৬টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আগামী ৮ আগস্ট থেকে মাদরাসার শিক্ষা কার্যক্রম চালু করার ব্যাপারে সার্কুলার জারি করবে। তিনি বলেন, যেহেতু আগামী ৬ আগস্ট পর্যন্ত সরকারি ঘোষণা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা আসেনি। তাই মুরব্বিরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী ৮ আগস্ট সারাদেশের কওমি মাদরাসার শিক্ষা কার্যক্রম চালু করার জন্য মাদরাসা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপুর) মাওলানা আবু তাহের নদভী, মুফতি শাসমুদ্দীন জিয়া, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা এনামুল হক, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মুফতি মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক প্রমুখ।

করোনা মহামারীর কারণে সরকারের সর্বশেষ নির্দেশনায় আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে দেশের হাফেজি মাদরাসাগুলো ১২ জুলাই থেকে চালুর অনুমতি দেয় সরকার।

আপনার মতামত লিখুন :