এবার ব্রাজিলের ফার্স্ট লেডিও করোনায় আক্রান্ত

প্রকাশিত : ৩১ জুলাই ২০২০

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। প্রতিদিনই দেশটিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। দেশের প্রেসিডেন্ট জেইর বলসোনারোও করোনায় আক্রান্ত হন। প্রেসিডেন্টের করোনামুক্ত হওয়ার ৫ দিন পর প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন ফার্স্ট লেডি মিশেল বলসোনারো।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পরীক্ষায় মিশেলকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। ব্রাজিল সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ৩৮ বছর বয়সী মিশেল শারীরিকভাবে সুস্থ আছেন। প্রেসিডেন্টের সরকারি মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে দুই সপ্তাহ করোনায় ভুগে গত শনিবার (২৫ জুলাই) এই ভাইরাস থেকে মুক্ত হন ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

৭ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এরপর ৩ বার টেস্ট করেও তিনি পজিটিভ ছিলেন। অবশেষে চতুর্থবারের পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। শনিবার ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট নিজেই টুইটারে এ তথ্য জানান।

লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ২৬ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯১ হাজার ৩৭৭ জন। মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন প্রেসিডেন্ট বলসোনারো। অনেকের দাবি, সরকারের অবহেলায় আজ বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল।

আপনার মতামত লিখুন :