ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আগুন, সরিয়ে নেয়া হচ্ছে মানুষ

প্রকাশিত : ১ আগস্ট ২০২০

দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বনাঞ্চল। শুক্রবার (৩১ জুলাই) দাবানলের কবল থেকে প্রাণে বাঁচতে হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।ভয়াবহ আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চেরি ভ্যালি বনাঞ্চল।

পুড়ে যাচ্ছে শত শত একর গাছপালা। তীব্র তাপমাত্রায় আগুন বেড়ে যাওয়ায় দাবানল নিয়ন্ত্রণে বেশ কষ্ট হচ্ছে দমকল বাহিনীর শতাধিক সদস্যকে। বদলে উল্টো আরও ছড়িয়ে বাতাসের গতিপথের কারণে আগুন নেভার পড়ছে। পানি ছিটানোর কাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার আর অত্যাধুনিক সব অগ্নি নির্বাপন সরঞ্জাম। কিন্তু তারপরও বাগে আনা যাচ্ছে না দাবানল।

দাবানলে এখন পর্যন্ত হতাহতের কোন ঘটনা না ঘটলেও আগুন ক্রমেই ছড়িয়ে পড়তে থাকায় বেশ কয়েকটি বাড়িঘর আর অবকাঠামো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শুক্রবার এসব এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এখনও যারা ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছেন, তাদের বাড়িঘর ছেড়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। – BBC

 

আপনার মতামত লিখুন :